ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
গফরগাঁও প্রতিনিধিঃ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম -৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ ওপর সন্ত্রাসীদের গুলির প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহের গফরগাঁও এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় দিকে গফরগাঁও আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল ফাতাহ্ খানের নির্দেশনায় গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি আয়োজনে পাগলা থানা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, পাগলা থানা কৃষক দলের আহবায়ক দ্বীন ইসলাম দিলি, পাগলা থানা মৎস্যজীবি দলের আহবায়ক সাদির বেপারী, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, দক্ষিণ জেলা যুবদলের সদস্য উজ্জ্বল আহমেদ , পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ প্রমূখ।
অপরদিকে বিকেল সাড়ে ৪ টায় দিকে পাঁচবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাঁচবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা মানিক মেম্বার, সবুজ মিয়া, ফরহাদ, যুবদল নেতা আলাউদ্দিন ধনু, ইয়াহিয়া খান, রাসেল খান, পাগলা থানা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রদল নেতা শাহ আলম বিপ্লব, জাসাসের রোবেল বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা এ সময় বলেন, জুলাই আন্দোলনের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রামের বিএনপির নেতা এরশাদ উল্লাহ’র ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ এবং অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানান তারা।

