জাতীয়রাজনীতি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফুলবাড়ীয়ায় বিএনপির বিজয় মিছিল।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ),প্রতিনিধি:

জুলাই-আগস্ট ২০২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগষ্ট  ফুলবাড়ীয়ায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির বিজয় মিছিল। ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার সূচনার এই গুরুত্বপূর্ণ দিনকে স্মরণ করে মিছিলটি আয়োজন করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রদল ও যুবদলের প্রভাবশালী সংগঠক জননেতা মোহাম্মদ আব্দুল করিম সরকার। তাঁর আহ্বানে হাজারো জনতা ফুলবাড়ীয়া কলেজ চত্বর থেকে মিছিল শুরু করে। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুভ পরিবেশে ভালুকজান বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মোহাম্মদ আব্দুল করিম সরকার বলেন, “জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে নিজেদের শক্তি ও অধিকার প্রতিষ্ঠা করেছে। এই বিজয় শুধু একটি দলের নয়, এটি সমগ্র জনতার বিজয়।”

তিনি আরও বলেন, “আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো—জনগণের অধিকার প্রতিষ্ঠার শেষ মুহূর্ত পর্যন্ত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে যাত্রা শুরু হয়েছে, তা কোনো অপশক্তি থামাতে পারবে না।”

মিছিলে বিএনপি,প্রবীণ রাজনীতিবিদ এবি সিদ্দিক. আশিকুল হক আশিক.মাখন.এড-কবির.এড-পিন্টু. সাঈদ মাষ্টার, ছাত্রদলের সভপতি দেলোয়ার হোসেন সদস্য সচিব আলামিন সাদাত যুবদলের নেতা আনোয়ার সাদাত আনার সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সুশৃঙ্খল এই আয়োজনে ছিল উচ্চস্বরে দেশাত্মবোধক স্লোগান, ব্যানার ও পোস্টারে গণতন্ত্রের বিজয়ের বার্তা।