অন্যান্যজাতীয়

গফরগাঁওয়ে পুলিশের গ্রেফতার ভয়ে নদীতে ঝাঁপ, নিখোঁজ এক যুবক

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের  গ্রেফতার ভয়ে ও ধাওয়া খেয়ে জসিম উদ্দিন মড়ল (৪৫) ও ফাহিম (৩৫) নামের দুই যুবক নদীতে ঝাঁপ দেয়। পরে ফাহিম সাঁতার কেটে নদী থেকে তীরে উঠে আসতে পারলেও জসিম উদ্দিন মড়ল পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলায় মশাখালী ইউনিয়নের মুখী বলদী ঘাট এলাকায় সুতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী বলদী ঘাট এলাকায় নদীরপাড় সংলগ্ন সূত্রধর বাড়ি শারদীয়া দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে যান পাগলা থানা পুলিশের একটি দল। এসময় পুলিশ দেখে গ্রেফতার এড়াতে এবং ধাওয়া খেয়ে মুখী গ্রামের জসিম উদ্দিন মড়ল ও ফাহিম দৌঁড়ে সুতিয়া নদীতে ঝাঁপ দেয়। পরে ফাহিম সাঁতার কেটে নদী থেকে তীরে উঠে আসতে পারলেও জসিম উদ্দিন মড়ল পানিতে ডুবে নিখোঁজ হয়।

পার্শ্ববর্তী ভালুকা ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আতিকুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ জসিম উদ্দিন মড়লের মরদেহ উদ্ধারে তাদের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা রাত ৮টা পর্যন্ত  নিখোঁজের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলমকে মোবাইলে ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।