গফরগাঁও আসনে এলডিপি’র প্রার্থী সৈয়দ মাহমুদ মোরশেদের নির্বাচনী প্রচারণা- গণসংযোগ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে এলডিপির প্রার্থী, গফরগাঁও উপজেলার প্রথম সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।
গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত এলডিপির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ত্রিমোহনী, পুলের ঘাট, পাগলা বাজার, কান্দিপাড়া বাজার, দত্তেরবাজার, বটতলা, ডাকবাংলা বাজার এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তার সাথে কেন্দ্রীয় এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু রিজভী আল হোসাইনী, গফরগাঁও উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সহ-সভাপতি হোসেন মিয়া, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
