গফরগাঁও পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত
গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা প্রশাসকের কর্ম-সম্পাদন সহায়তা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও পৌরসভা, প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও পৌরসভার কর্ম-সম্পাদন সহায়তা কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ আবু বকর ছিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নূর-এ-আলম ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা পনির হোসেন মোল্লা, গফরগাঁও পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন ও পৌরসভার অন্যন্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
সভা সঞ্চালনায় ছিলেন গফরগাঁও পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ।