জাতীয়

গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে ১২ তৃণমূল নারীকে সম্মাননা

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়নের ১২ জন সংগ্রামী, সেবাদক্ষ ও উদ্যোক্তা নারীকে সম্মাননা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।
বৃ্হস্পতিবার সকালে স্থানীয় সংগঠন নিষ্ঠা উন্নয়ন সংঘের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জেলা রোভার ভবন মিলনায়তনে ‘গ্রামীণ নারীর উদ্যোগে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সম্মাননা প্রদান ও সংবাদ সম্মেলনে চর সিরতা ইউনিয়নের উমা রানী চৌধুরী (সমাজসেবা) ও শিউলী আক্তার (জীবন সংগ্রামী), চর নিলক্ষীয়া ইউনিয়নের হালিমা খাতুন (প্রজনন স্বাস্থ্যসেবা) ও আনোয়ারা খাতুন (সমাজকর্ম), চর ঈশ্বরদিয়া ইউনিয়নের হোসনা আক্তার (উদ্যোক্তা ও জীবন সংগ্রামী) ও আমিনা খাতুন (জীবন সংগ্রামী), ভাবখালী ইউনিয়নের ফরিদা ইয়াসমিন (সমাজসেবা) ও রিনা আক্তার (জীবন সংগ্রামী), খাগডহর ইউনিয়নের রীতা রানী বর্মন (জীবন সংগ্রামী) ও তাহসিনা আক্তার রূপসী (উদ্যোক্তা ও সমাজকর্মী) এবং দাপুনিয়া ইউনিয়নের মোছাঃ জমিলা খাতুন (প্রসূতি সেবা) ও রাজিয়া খাতুনের (উদ্যোক্তা) হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক ও অতিথিবর্গ।
দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট লীলা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রামীণ নারী দিবস ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে বক্তব্য দেন ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং অধ্যক্ষ কাব্য সুমী সরকার। বিএনএনআরসি’র ময়মনসিংহ ফোকাল পার্সন সাংবাদিক স্বাধীন চৌধুরী উপস্থিত সাংবাদিকদের সামনে বিষয়ভিত্তিক সংবাদ সম্মেলনের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীদের জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের বর্ণনা সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
পিআইডি,ময়মনসিংহ।