তারকান্দায় তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের ঘোষণা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ কতৃক ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের ঘোষণা করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) তৃতীয় দিনের মত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকগণ। জানা গেছে,তারাকান্দা উপজেলা ১৪১ টি বিদ্যালয়ে সোমবার (২ডিসেম্বর) থেকে পরীক্ষা বর্জন করবেন বলে ঘোষণা দেন শিক্ষক নেতৃবৃন্দ।
শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন, মো: রুহুল আমিন,আব্দুল জব্বার,ওবায়দুল হক,নাজিম উদ্দিন, তৌহিদুল কবির,হারুন অর রশিদ,ওবায়দুল হক জানান, গত (২৭ নভেম্বর) থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে এবং সোমবার থেকে পরীক্ষা বর্জন ঘোষণা করা

