ত্রিশাল প্রেসক্লাবে অ্যাড. জালাল উদ্দিন খানকে সংবর্ধনা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও ত্রিশালের কৃতি সন্তান অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন খানকে বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান নির্বাচিত করায় ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাব সংবর্ধনা প্রদান করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে জালাল উদ্দিন খানকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট জালাল উদ্দিন খান।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সাপ্তাহিক ত্রিশাল বার্তা সম্পাদক শামীম আজাদ আনোয়ার, দৈনিক বিশ্বের মুখপাত্র সম্পাদক এন বি এম ইব্রাহিম খলিল রহিম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নোমান, মোহাম্মদ সেলিম, ত্রিশাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফারহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ, ত্রিশাল প্রেসক্লাবের সহযোগি সদস্য আতিকুল ইসলাম, রুকুনুজ্জামান সরকার রাহাদ প্রমূখ।


where can i get cheap cytotec prices At the single cell level, the human universal module was observed in c8 pancreas and human adipose tissue Extended Data Fig
Monitor Closely 1 irbesartan increases and bumetanide decreases serum potassium propecia india buy At what level does the spinal cord end
Incredible! This blog looks exactly like my old one! It’s on a entirely different subject but it has pretty much the same page
layout and design. Outstanding choice of colors! https://fortune-Glassi.mystrikingly.com/
Link exchange iis nothing else except it is just placing the other person’s blog link on your
page at suitable place and other person wipl also do same for
you. https://Jobsleed.com/companies/tonybet/