অন্যান্যজাতীয়

দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের নিয়ে ”সুষ্ঠু সাংবাদিকতায় দৈনিক আজকের বাংলাদেশে এর  ভূমিকা ও করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২ আগষ্ট শনিবার পত্রিকার কার্যালয়ে দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক এর সভাপতিত্বে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকগণ পত্রিকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নিয়মিত সংবাদপত্র প্রেরণের উপর জোর দেন। অনলাইনের উপর গুরুত্ব দেয়া হয়। এ সময় তাঁরা বলেন, ডিজিটালাইজেশনের এ যুগে সকল গণমাধ্যমই জাতীয় মাধ্যম। স্থানীয়ভাবে তা আর সীমাবদ্ধ নয় ফলে স্থানীয়ভাবে একটি সংবাদের গুরুত্ব তা জাতীয়ভাবেও প্রভাব ফেলতে পারে। সেজন্য সকল প্রতিনিধিদের গভীরতাধর্মী প্রতিবেদনসহ জনসমস্যা নিয়ে প্রতিবেদন প্রেরণের বিষয়ে গুরুত্ব দেয়া হয়। এ সময় পত্রিকার আর্থিক সংকট নিরসনে বিজ্ঞাপনের উপরও জোর দেয়া হয়। পত্রিকার উন্নয়ন এবং সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংবাদ প্রকাশের দাবি জানান। যারা নিয়মিত সংবাদ প্রেরণ করেন না তাদেরকে বাদ দিয়ে নতুন প্রতিনিধি নিয়োগের অনুরোধ জানান। প্রকাশনা সহজতর করায় সকলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সম্পাদক সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শেষ করেন।

এসময় বার্তা সম্পাদক বাবলী আকন্দ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র রিপোর্টার তফাজ্জল হোসেন,স্টাফ রিপোর্টার নাজমুল হক,বিশেষ প্রতিনিধি মাহবুবুল রতন, সিনিয়র সাংবাদিক হালুয়াঘাট প্রতিনিধি বাবুল হোসেন, গৌরীপুর প্রতিনিধি আনোয়ার হোসেন ও অন্যান্য প্রতিনিধিসহ অফিস স্টাফবৃন্দ।

বিকেলে পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশসুপার মোঃ রকিবুল আক্তার দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার অফিস কার্যালয়ে এসে পত্রিকার ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।