অনিয়ম-দূর্নীতিজাতীয়

ধোবাউড়ায় আগুন;ক্ষতিগ্রস্থ দুই পরিবার

ধোবাউড়া- প্রতিনিধি-ময়মনসিংহের ধোবাউড়ায় অগ্নিকান্ডে দুই পরিবারের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে ঠেংগাপাড়া গ্রামে হাজ্বী সুরুজ আলী ও প্রতিবেশী জহুর আলীর বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কালো ধোঁয়া দেখতে পেয়ে তাঁরা ছুটে যান ঘটনাস্থলে। খবর পেয়ে ধোবাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সাথে এলাকাবাসীও যোগ দেয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ততক্ষণে অসহায় জহুর আলীর একটি টিনের ঘর বাড়ির আসবাব, জামাকাপড়, জমির দলিলপত্র, সামান্য আয়ের টাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের সুরুজ আলীর একটি খড়ের ঘর পুড়ে গেছে।

ভুক্তভোগী জহুর আলী জানান, দিন আনি দিন খায় ঘর কিভাবে মেরামত করব জানি না।

ধোবাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভার –প্রাপ্ত ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করি। টিনশেড বাড়ি হওয়াই পানি আগুনের মূলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করছিল সাথে আমরাও যোগ দিয়ে প্রায় এক ঘণ্টার মত চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ‘সবার সহযোগিতা ও আল্লাহর রহমতে পাশের বাড়িগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছেনা কিভাবে আগুনের সূত্রপাত পরে হয়তো জানা যাবে।