জাতীয়স্বাস্থ্য ও চিকিৎসা

ধোবাউড়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের কর্মবিরতি

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় পরিবার কল্যাণ পরির্দর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি এরশাদুল হক,সাধারণ সম্পাদক নাসরিন জাহান,ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি ও আহবায়ক লুৎফুন্নাহার,বিভাগীয় সমিতির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোশারফ হোসেন প্রমূখ।

কর্মবিরতিতে অবস্থানরত কর্মচারীবৃন্দ বলেন,দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে, একই সাথে তারা কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন।