ধোবাউড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে গারো পাহাড়ের পাদদেশে সীমান্ত এলাকায় অবস্থিত গাছুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির সরকার, সহকারী শিক্ষা অফিসার শরিফ খান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সুলতান আহমেদ, আব্দুর রশিদ, মানষী হাজং, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ।
সভা পরিচালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। সভা শেষে মডেল টেস্টে পরিক্ষায় উর্ত্তিণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

