অনিয়ম-দূর্নীতিঅন্যান্যবিজ্ঞান ও প্রযুক্তি

ধোবাউড়ায় সীমাহীন বিদ্যুৎ বিভ্রাট; প্রতিবাদে মানববন্ধন

ধোবাউড়া প্রতিনিধি-  ময়মনসিংহের ধোবাউড়ায় পল্লীবিদ্যুৎ সমিতি – ৩ এর সীমাহীন লোডসেডিং গ্রাহক হয়রানি ও সেচ বোরো আবাদ ব্যহত হওয়ার প্রতিবাদে রবিবার (২৫ জানুয়ারী) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে রোডে গামারীতলাবাসী ও সুশীল সমাজের আয়োজনে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন খান লিটন যুগ্ন সাধারন সম্পাদক উপজেলা বিএনপি, সাবেক ইউপি সদস্য মো: মমতাজ উদ্দিন, মৎস্যজীবী দলের আহবায়ক নয়ন মন্ডল, সোশাল মিডিয়াই লিখার মাধ্যমে বিদ্যুৎতের সমস্যা সমাধানে কৃষকের বোরো আবাদ নিশ্চিৎ করনের দাবী জানিয়েছেন ধোবাউড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান( মানিক) প্রমূখ । এসময় স্থানীয়রা বলেন যখন, তখন বিদ্যুৎ বন্ধ গ্রাহক সেবার হটলাইন নম্বরে ফোন করেও সেবা পাইনা। স্থানীয়রা ধোবাউড়া পল্লীবিদ্যুৎ সীমাহীন স্বেচ্ছাচারিতার বিষয়ে বক্তব্য দেন।

এ বিষয়ে ধোবাউড়া জোনাল অফিস (ডিজিএম) মিজানুর রহমান জনান, উপজেলায় বিদ্যুৎতের চাহিদা ১২ মেগাওয়াট ,পাচ্ছি ৫ মেগাওয়াট । উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও( ইউএনও) উপস্থিত হয়ে সকলকে আশ্বস্ত করে পল্লি বিদ্যুৎতের সাথে যোগাযোগ করবেন বলে জানান । উক্ত প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।