অন্যান্য

নান্দাইলে জাতীয় দুর্যোগ ও প্রশমণ দিবস পালিত

নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি : ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৩ অক্টোবর) ময়মনসিংহের নান্দাইলে জাতীয় দূর্যোগ ও প্রশমণ দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা সাইদুল ইসলাম, সাংবাদিক এনামুল হক বাবুল। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রজেক্ট ইম্পলিমেন্টেশান অফিসার(পিআইও) আহসান উল্লাহ।

আলোচনা শেষে অগ্নি নির্বাপণ কর্মীরা অগ্নি নির্বাপণ মহড়া প্রদর্শন করেন। সেসময় স্কুল শিক্ষার্থীসহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন।#

One thought on “নান্দাইলে জাতীয় দুর্যোগ ও প্রশমণ দিবস পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *