অন্যান্য

নান্দাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবুল হাসেম (৫৬) নামে এক জুতার ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতরভাবে জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রোববার (৩রা আগস্ট) বিকালে ভুক্তভোগীর বোন রেজিনা আক্তার বাদী হয়ে কামরুল ইসলাম ইন্টু, মিন্টু মিয়া, মুন্না মিয়া, উসমান মিয়া এবং আব্দুল মালেকের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে ৩০ জুলাই গভীর রাতে উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামে।

ভুক্তভোগী আবুল হাসেম জানান, তিনি উপজেলার গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র। অভিযুক্তরা তাঁর পথ রোধ করে মারধর শেষে তাকে মৃত ভেবে রাস্তার পাশে একটি পতিত জমিতে ফেলে রেখে চলে যায়। ৫ ঘন্টা পর খবর পরিবারের লোকজন উদ্ধার করে মমেক হাসপাতালে তাকে ভর্তি করে। তিনি এঘটনার বিচার চান।