নাসাস’র প্রতিষ্ঠাবাষির্কী : নারী মুক্তির আন্দোলন অগ্রসর করার আাহবান

স্টাফ রিপোর্টার: ২০ নভেম্বর’২২ নারী সাংবাদিক সংঘ- নাসাস’র ৩য় প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয় । প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে মাসকান্দা বাসটামির্নাল মেকানিক্স ইউনিয়ন কাযার্লয়ে সকাল ১১ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের আহবায়ক বাবলী আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ময়মনসিংহ জেলার সভাপতি মাহতাব হোসেন আরজু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, বাংলাদেশ মটর মেকানিক ফেডারেশনের সাধারণ গোলাম হোসেন, ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, নারী নেত্রী শরীফা আক্তার, নাসরিন লিজা , সাবরিনা ইয়ারুন , জহুরা জান্নাত লিনা এবং কুলসুম বেগম।

সভায় আলোচকগণ, প্রচলিত সমাজে সকল শ্রমজীবি মানুষেরাই শ্রম শোষণের শিকার হলেও নারীরা অপেক্ষাকৃত বেশি শোষণের শিকার হচ্ছে। নারীরা একদিকে প্রচলিত সমাজের শ্রেণী শোষণের শিকার, অন্যদিকে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার যাঁতাকলে পিষ্ট হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে শোষণমূলক সমাজব্যবস্থার মূল ভিত্তি ব্যক্তি গত সম্পত্তির উচ্চেদ ছাড়া নারী মুক্তির বিকল্প কোন পথ খোলা নেই। অথচ নারীবাদীরা তথাকথিত চলাাফেরা ও পোশাকের স্বাধীনতার নামে নারী মুক্তির আন্দোলনকে বিভ্রান্ত করছে।
আলোচকগণ বলেন, সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করতে গণমাধ্যম কমির্ আইন, অত্যাবশ্যকীয় পরিষেবা ও ২৯ প্রতিষ্ঠানকে তথ্য পরিকাঠামোা ঘোষণাসহ বিভিন্ন ধরণের কালো আইন করছে সরকার। এ সমস্ত আইন বাতিলের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *