রাজনীতি

ফুলবাড়িয়ায় ঐক্যের ডাক বিএনপির মতবিনিময় সভা। 

ফুলবাড়িয়া প্রতিনিধি: ময়মনসিংহ -৬,ফুলবাড়িয়া  আসনের জেলা বিএনপির নির্দেশে ধানের শীষের মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১১ জানুয়ারী) স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের সঞ্চালনায় উপজেলা, পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির দলীয় প্রার্থী আখতারুল আলম ফারুক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী, যুগ্ম আহ্বায়ক আবুল ফজল প্রমুখসহ দক্ষিন জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন অংশ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ফুলবাড়িয়া আসনের বিএনপির মনোনীত দলীয় প্রার্থী আখতারুল আলম ফারুকের ধানের শীষ বিজয়ী করার আহ্বান জানান।