ফুলবাড়ীয়ায় রাস্তা সংস্কারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত
আল এমরান: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ং ভবানী পুর ইউনিয়নের মহেষপুর বাজার সংলগ্ন জয়পুর বাজার থেকে আটানির মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের দাবীতে বিকেলে জয়পুর রাস্তা সংলগ্ন স্থানে জয়পুর একতা সংগঠন ও এলাকা বাসীর আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
৮ আগষ্ট অনুষ্ঠিত মানব বন্ধন অনুষ্ঠানে রফিকুল ইসলাম রকির পরিচালনায় বক্তব্য রাখেন একতা সংগঠনের পক্ষে ইয়াছিন আরাফাত, স্হানীয় আবুল হোসেন, দেলোয়ার হোসেন সাঈদী, জহিরুল হক,ফখরুল ইসলাম, শামীম, আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
নাজুক রাস্তা চলাচলের অনুপোযোগী হওয়ায় রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করার জন্য ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর দৃষ্টি আকর্ষণ করেন।

