বিশাল মিছিলে বলাইশিমুল মাঠরক্ষার আওয়াজ

স্টাফ রিপোর্টার ঃ বলাইশিমুল খেলার মাঠ রক্ষার দাবিতে বিশাল এক মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে গতকাল ৫ আগষ্ট। বাদ জুম্মা বলাইশিমুলের বিভিন্ন পাড়ামহল্লা এবং আশপাশের গ্রাম থেকে শতশত মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন। নির্দিষ্ট সময়ের আগেই জমায়েত ঈদগাহ মাঠ লোকারণ্য হয়ে যায়। শতবর্ষী খেলার মাঠ রক্ষার প্রত্যয়দীপ্ত হাজারও নারী-পুরুষের সম্মিলিত শ্লোগানে প্রকম্পিত হয় বলাইশিমুলের আকাশবাতাস। মিছিলে শিশু থেকে বৃদ্ধ সকলের কন্ঠে শ্লোগান ওঠে, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘মাঠের জায়গা এক ইঞ্চিও- ছাড়বো না, ছাড়বো না’, ‘আমাদের সংগ্রাম, মাঠরক্ষার সংগ্রাম’, ‘জনতার সংগ্রাম চলবেই, চলবেই..’

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্থানীয় প্রশাসন সরকার ও জনগণকে বিভ্রান্ত করছে। জনগণের দাবিকে উপেক্ষা করে এলাকার একমাত্র খেলার মাঠের মধ্যে পুলিশ প্রহরায় আশ্রয়ণ প্রকল্প করছে। আমরা দেশের আইন, রীতিনীতি মেনে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছি। তারা আমলে নিচ্ছে না। উপরন্তু, মিথ্যা মামলা এবং হুমকি দিয়ে যাচ্ছে। আমরাও দৃঢ় প্রতিজ্ঞ। আমাদেের ন্যায্য দাবি থেকে আমরা চুল পরিমাণও সরবো না। আমরা মাঠে এবং কোর্টে লড়াই চালিয়ে যাব। আমরা দেশবাসীর সহায়তা চাই। কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।

উল্লেখ্য নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শতবর্ষী বলাই শিমুল মাঠটিকে রক্ষার জন্য এলাকাবাসী কয়েক মাস যাবত আন্দোলন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *