বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে বিজিবি’র ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ
সৈয়দ নূরুল আমীন রুপক ,নেত্রকোণা প্রতিনিধি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি।
দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ব্যবস্থাপনায় জেলার সীমান্তবর্তী এলাকাসহ সর্বস্তরের অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন, নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।
উক্ত অনুষ্ঠানে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া ও সহকারী পরিচালক মমিনুল ইসলামের উপস্থিততে ত্রাণ ও খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, তৈল, লবণ ও আলু ইত্যাদি) বিতরণ করা হয়।

