ময়মনসিংহ জেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-ঢাকা-৪০৫০) এর সভা ২৪ জুন রাত ৮ ঘটিকায় সংগঠনের কার্যালয় ভৈরব রেললাইন সংলগ্ন আলীয়া মাদ্রাসা মোড়, ভাটিকাশরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন। সভা পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আজিজ মোল্লা,কোষাধ্যক্ষ আব্দুল মজিদ ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীর কারণে রং মিস্ত্রি শ্রমিকদের কাজ ও আয়-উপার্জন অনেক কমে গেছে। অনেক শ্রমিক বেকার হয়ে অর্ধাহারে, অনাহারে থেকে মানবেতর জীবন যাপন করছে। সরকার এ প্রেক্ষিতে কোন দায়-দায়িত্ব গ্রহণ করছে না। সরকারী ত্রাণ ও প্রণোদণা জেলার অন্যান্য শ্রমিকদের মতো রং মিস্ত্রি শ্রমিকরাও পায় নি। এমনকি সরকার ঘোষিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে শ্রমিকদের জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ রোখা হয় নি। নেতৃবৃন্দ এ প্রেক্ষিতে ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করে শ্রমিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করে সংশোধিত বাজেট প্রদানের আহবান জানান। একই সাথে সংগঠনকে সুসংহত করে গোটা নির্মাণ সেক্টরের শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *