বিশ্বকর্মা পূজা উপলক্ষে নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতির বিশেষ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতির উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন উপলক্ষে বুধবার ১৭ই সেপ্টেম্বর এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই উৎসবের মাধ্যমে ব্যবসায়ীরা বিশ্বকর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পেশাগত জীবনে সমৃদ্ধি কামনা করেন।
জেলা শহরের শ্রী শ্রী কালীবাড়িতে অনুষ্ঠিত অনুষ্ঠানে কিশোরগঞ্জ নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা ঝুটন বিশ্বাস,সভাপতি রতন চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি লিটন শীল, সাধারণ সম্পাদক স্বপন মালাকার,সাংগঠনিক সম্পাদক রাজন বিশ্বাস, কোষাধ্যক্ষ উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, শুভ বিশ্বাস, জনি বিশ্বাস, মোহাম্মদ আজিম মিয়া, মোহাম্মদ নয়ন খান, শয়ন ভৌমিক, রুবেল বিশ্বাস, আকাশ বিশ্বাস,নির্মল বিশ্বাস উপস্থিত ছিলেন।
নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতির সভাপতি ও অন্যান্য সদস্যরা এই পুজার মাধ্যমে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি উন্নয়নের পথ প্রশস্ত করতে চান। অনুষ্ঠানে পুজা অর্চনা, সাংস্কৃতিক কার্যক্রম এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।