বেগম খালেদা জিয়াকে বরণে গৌরীপুরের নেতাকর্মীদের নির্ঘুম রাত!
গৌরীপুর প্রতিনিধি : খালেদা জিয়া, খালেদা জিয়া, এমন স্লোগানে আর বিমান বন্দরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বরণে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছেন।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় জমায়েত হয়। মঙ্গলবার ভোর ৩টা ৫০মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে পথসভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, এস এম দুলাল, বিএনপি নেতা আরিফুল ইসলাম আহাদ, মো. সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
অপরদিকে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নেতাকর্মীরা অবস্থান নেন গৌরীপুর সরকারি কলেজ রোডে। এ কর্মসূচীতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম শাহীন, উত্তর জেলা যুবদলের সহসম্পাদক শোয়েব মুনশী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এমএ বাশার জুলন প্রমুখ।