ভালুকায় নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকার পল্লীতে খেলার সময় ক্ষীরু নদীর পানিতে ডুবে দু’বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামে।
স্থানীয়রা জানায়,ঘটনার সময় বরাইদ গ্রামের আবুল বাশারের ৭বছরের শিশু কন্যা ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ফেরদৌসী আক্তার তার ফুফাতো বোন ত্রিশাল নামাপাড়া এলাকার মিরাজুল ইসলামের ৬বছরের শিশু কন্যা মার্জিয়া আক্তারকে সঙ্গে নিয়ে বাড়ীর পাশের নদীর ধারে খেলতে যায়। খেলার সময় নদী থেকে কচুরীপানা সংগ্রহের জন্য পানিতে নামলে নদীর প্রবল স্রোত দু’বোনকে ভাসিয়ে নিয়ে যায়। কিছু দুরে একটি মাছ ধরার বানার মধ্যে দু’জন আটকে গেলে স্থানীয়রা টের পায়।
এ সময় খবর পেয়ে স্বজনরা দ্রুত দু’জনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক দু’বোনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
I’m really impressed together with your writing abilities and also with the format to your blog. Is this a paid subject matter or did you customize it yourself? Anyway stay up the excellent quality writing, it’s rare to look a nice weblog like this one nowadays!