অন্যান্য

ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি

শহর প্রতিনিধি ঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড বাদে কলপা এলাকায় আয়কর আইনজীবী মোঃ দিদারুল ইসলাম (৩৫) পিতা মরহুম নুরুল ইসলাম ওরফে নুরু মেম্বার এর বাসা থেকে আনুমানিক ১৭ (সতের) ভরি স্বর্ণালংকার সমেত নগদ আড়াই লক্ষ  টাকা চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া ঘটনার বিবরণী ও থানায় দায়েরকৃত চুরির অভিযোগ পত্র থেকে জানা গেছে, গত সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ দিবা গত গভীর রাতে সঙ্ঘবদ্ধ চুরের দল দাঁড়ালো অস্ত্র দিয়ে স্টীলের দরজা কেটে ঘরে প্রবেশ করে। চোর ঘরে প্রবেশ করে আইনজীবী সাহেবের মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে স্টিলের আলমারির চাবি নিয়ে আলমারিতে রক্ষিত নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আনুমানিক ১৭ (সতের) ভরি ওজনের স্বর্ণালংকার যার বাজার মূল্য আনুমানিক ২৯ লক্ষ ৫০ হাজার টাকা এবং রূপালী ব্যাংক ময়মনসিংহ সি কে ঘোষ রোড শাখার সঞ্চয়ী হিসাব নম্বর-০৮০২০১০০৫৬৭৫ এর SBLX-9190216 থেকে 9190220 পর্যন্ত চেক বইয়ের পাতা চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে কাজের বুয়ার হাকডাক ও চেচামেচিতে ঘুম ভেঙ্গে চুরির ঘটনায় পরিবারের সবাই নির্বাক হয়ে যায়। বিষয়টি বিস্তারিত অবগত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দুর্ধর্ষ এই চুরির অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরপরই কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং অধিকতর তদন্তের স্বার্থে এলাকাবাসীর সাথে কথা বলে এবং আলামত সংগ্রহ করে নিয়ে যায়।