অন্যান্যজাতীয়

ময়মনসিংহে জাতীয় ছাত্রদলের পুনর্মিলনী ও কাউঞ্চিল প্রস্তুতি কমিটি গঠন

জাতীয় ছাত্রদলের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ময়মনসিংহ জেলার কাউঞ্চিল অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল (২২ জুলাই) জাতীয় ছাত্রদলের জেলা কমিটির  বর্তমান ও সাবেক নেতৃত্বের এক সমন্বিত সভায় এ কমিটি গঠিত হয়। জাতীয় ছাত্রদলের জেলা কমিটির যুগ্ম আহবায়ক তানজিদ হাসানের সভাপতিত্বে এ সমন্বিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভার শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থীদের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। একইসাথে শিশু শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের আহবান জানানো হয়। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালানোর দায়ে সৃষ্ট দুর্ঘটনার দায় সরকার ও বিমান বাহিনী এড়াতে পারে না বলে সভায় অভিযোগ আনা হয়।

সভায়  ১৯৭৩ সালে জাতীয় ছাত্রদলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বর্তমান সময়ে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের তাৎপর্য সামনে আনা হয়। বিদেশি কোম্পানির কাছে  বন্দর ইজারা এবং আরাকানের সাথে যোগাযোগের জন্য করিডর প্রদানের নামে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে সম্পৃক্ত করার তৎপরতা চালানো হচ্ছে। রেসিপ্রোক্যাল ট্যারিফের নামে যুদ্ধ প্রস্তুতির প্রেক্ষিতে বাংলাদেশের উপর অপ্রকাশিত বিভিন্নরকম শর্ত চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র। অথচ দেশের রাজনীতিতে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি ন্যাক্কারজনক এই চুক্তির বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদীদের যুদ্ধ তৎপরতার বিরুদ্ধে কোন কথা বলছে না। বরং সাম্রাজ্যবাদীদের আশীর্বাদে কে ক্ষমতায় আসতে পারে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। এর বিরুদ্ধে সকল গোপনীয় চুক্তি বাতিল ও  সাম্রাজ্যবাদবিরোধী  আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার বিকল্প নেই বলে নেতৃবৃন্দ মতামত প্রকাশ করেন। এমতাবস্থায় জাতীয় ছাত্রদলের সাংগঠনিক শক্তি সুসংহত করার লক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান সকল নেতা- কর্মিদের একত্রিত করার উদ্যোগ নেয়ার কথা বলেন।

  • সভায় জাতীয় ছাত্রদলের জেলা কমিটির যুগ্ম আহবায়ক তানজিদ হাসানকে আহবায়ক এবং শম্ভগঞ্জ আঞ্চলিক কমিটির আহবায়ক মাহমুদা আক্তার শরীফাকে যুগ্ম আহবায়ক করে প্রতিষ্ঠাবার্ষিকী পুনর্মিলনী ও কাউঞ্চিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটিতে জাতীয় ছাত্রদলের জেলা কমিটির অন্যান্য নেতৃত্বসহ সংগঠনের সাবেক জেলা আহবায়ক মাহতাব হোসেন আরজু, যুগ্ম আহবায়ক ওবায়দুল হক কালাম এবং আনন্দমোহন কলেজের সাবেক সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়। আগামি ২৯ আগষ্ট পুনর্মিলনী ও জেলা কাউঞ্চিলের তারিখ নির্ধারণ করা হয়।