ময়মনসিংহে নারীর সাথে ধস্তাধস্তি করে মোবাইল ছিনতাই;ডিবি কর্তৃক ছিনতাইকারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে এক নারীর হাত থেকে ধস্তাধস্তি করে মোবাইল ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। গত ৭ সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীর কালিবাড়ী বাইলেন এলাকার সাথী বকসী নামে ওই নারী কাঁচারীঘাট বুড়াপীর মাজার শরীফ এলাকায় মোবাইল ফোনে কথা বলার সময় একজন ছিনতাইকারী জোর পূর্বক তার মোবাইল ফোন ছিনিয়ে দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ময়মনসিংহ নগরীর নাগরিকদের নিরাপত্তাহীনতার কথা গুরুত্বের সাথে আলোচনায় আসলে ছিনতাইকারীকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ অভিযান পরিচালনা শুরু করে। এক সপ্তাহের মধ্যে ১৪ সেপ্টেম্বর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহ এর তত্ত্বাবধানে ডিবির একটি টিম হালুয়াঘাট হতে জসিম নামের সেই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
হালুয়াঘাট থানার জয়রামকুড়া পশ্চিম পাড়া এলাকার রাজু ও বানেছার ছেলে জসিম ওরফে পলাশ (২৪)। সে ময়মনসিংহ সদরের চর খরিচা গলাকাটা মোড় এলাকায় থাকতো। ছিনতাইকারীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজুসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্র জানায়।