অন্যান্য

ময়মনসিংহে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

স্টাফ রিপোর্টার ঃ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে  শনিবার (১৬ আগষ্ট) সকালে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ফালগুনী নন্দী।

ময়মনসিংহ কেন্দ্রীয় সর্বজনীন জন্মাষ্ঠমী উদ্যাপন পরিষদ আয়োজিত শোভাযাত্রাটি দূর্গাবাড়ী মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এডভোকেট এম এ হান্নান খান, হিন্দু বৌদ্ধ ক্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, মহানগর সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি এডভোকেট তপন দে, ময়মনসিংহ কেন্দ্রীয় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক স্বপন সেনগুপ্ত ও সদস্য সচিব শংকর সাহা, ছাত্র ইউনিয়ন সভাপতি গোকুল সুত্রধর মানিক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বি নারী পুরুষ অংশগ্রহন করেন। সন্ধা ৭টায় ধর্মসভা দুর্গাবাড়ি মন্দিরে শ্রীশ্রী কৃষ্ণপূজা অনুষ্ঠিত হয়।