ময়মনসিংহ সিটি ডিফেন্স পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ কলেজ রোড শাখার ময়মনসিংহ সিটি ডিফেন্স পার্টির আয়োজনে ২৩ সেপ্টেম্বর রাত ৮ টায় ১ নং কলেজ রোডস্থ জাহানারা দি ল্যান্ড মার্ক অস্থায়ী কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিএনপি নেতা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সিটি ডিফেন্স পার্টির যুগ্ম আহবায়ক মাহবুব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহরাওয়ার্দী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) সাজেদ কামাল, সিটি ডিফেন্স পার্টির আহবায়ক মুতাম্মের ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের মৃত্যুঞ্জয় স্কুল রোডস্থ ডিফেন্স পার্টির সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম মনু, সভাপতি এড দিলীপ পাল সহ প্রমুখ। মত বিনিময় সভায় সিটি ডিফেন্স পার্টির সকল সদস্যসহ আগত বিভিন্ন ওয়ার্ডের ডিফেন্স পার্টির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটি ডিফেন্স পার্টির সদস্য সচিব এটিএম জাহীদ হাসনাত বুলবুল।
মত বিনিময় সভা শেষে পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সৌজন্যে অতিরিক্ত পুলিশ সুপার ১০০টি এপ্রোন ও ক্যাপ ডিফেন্স পার্টির সদস্যদের মাঝে বিতরণ করেন। মত বিনিময় সভায় উপস্থিত সদস্যবৃন্দ পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।