অন্যান্যজাতীয়

মাত্র এক হাত জায়গাকে কেন্দ্র করে নিহত এক, আহত বিশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: রাস্তার পাশে এক হাত জায়গাকে কেন্দ্র করে দফায়-দফায় দুই পক্ষের সংঘর্ষ। এতে প্রথম দিনেই দুপক্ষের ৯জন আহত হন। পরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় আবার দুপক্ষের গোলযোগ শুরু হলে আরও ১১জন গুরুতর আহত হন। গুরুতর আহতদের মাঝে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন নামের একজনে মৃত্যু হয়। বাড়িতে সন্তানের লাশের অপেক্ষায় বুক চাপড়ে কাঁদছে মা। সন্তানের জন্য বৃদ্ধ মায়ের এমন কান্নায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এমনি ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলাধীন সদর নান্দাইল ইউনিয়নের ভাটি বিলপাড় এলাকায়। জানা গেছে, নিহত ব্যক্তি আক্তার হোসেন (৪৫) একই এলাকার মৃত জহিরুল ইসলাম’র ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানায়, সপ্তাহ দশদিন পূর্বে বাড়ি ও রাস্তায় জায়গা আমিন এনে মাপজোখ করা হয়। গত ১১ সেপ্টেম্বর সকালে আক্তার হোসেন আমিনের চিন্তিত স্থানে খুঁটি দিতে গেলে দুপক্ষের মাঝে গোলযোগের সৃষ্টি হয়। পরবর্তীতে উভয়পক্ষ নান্দাইল থানায় গেলে পুলিশের উপস্থিতে দুপক্ষই মীমাংসা করে। কিন্তু ১২ সেপ্টেম্বর সকাল ৮টায় আবারো দুপক্ষের মাঝে ঝগড়ার সৃষ্টি হলে এতে আক্তার হোসেন গুরুতর আহত হন। ঘটনার দিন বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আক্তার হোসেনের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন বলেন, আক্তারের মৃত্যুর খবর আসলে প্রতিপক্ষ আব্দুল হেলিম ও তার পরিবারের লোকজনের বাড়িতে লুটপাট হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন- পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।