মাহবুুবুল হক শাকিলকে শোক শ্রদ্ধায় স্মরণ
শহর প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী তুখোড় রাজনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট জহিরুল হক খোকার ছেলে প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের ৭ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করলো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বুধবার তাঁর মৃত্যুবার্ষিকীতে তার শ্রদ্ধাভাজন পিতা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সফল সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকা অন্যান্যদের সাথে নিয়ে নগরীর ভাটিকাশর কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া শেষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক ইমন, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল, মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক-মনিরুল ইসলাম মিন্টু, মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক-তানজীল ফরাজি, মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক-ইয়াছিন আরাফাত, সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক-কামরুজ্জামান কাউসার, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক-জাহিদুল ইসলাম জয়, সাবেক বানিজ্য বিষয়ক সম্পাদক-তৌফিক ইবনে মান্নান তুহিন, ১৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা-তানভীর আহমেদ সোহেল, জেলা ছাত্রলীগের মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য তানভীর যোবায়ের ইসলাম তারিন সহ সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
After looking into a handful of your blog posts, I genuinely appreciate your style. It’s now bookmarked, and I’ll be back soon. Check out my website and share your opinions.
Heya i am for the first time here. I found this board and I find It rsally useful & iit helped
me out a lot. I hope too give something back and help others like you aided me. https://Glassi-app.blogspot.com/2025/08/how-to-download-glassi-casino-app-for.html
I have read so many posts regarding the blogger lovers except this
parragraph is truly a fastidious article, keep it up. http://Www.shandurtravels.com/companies/tonebet-casino/