মোটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে মোটরসাইকেল দূর্ঘটনায় কামরুল ইসলাম (৩৫) নামের এক চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বালই ব্রীজ সংলগ্ন মদন-খালিয়াজুরী সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত কামরুল জেলার খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামের নিখিল মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ তায়েব হাসান।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম বাড়ি থেকে মদন আসার পথে মদন-খালিয়াজুরী সড়কের বালই ব্রীজের পূর্ব পাড়ের সড়কে দূর্ঘটনায় শিকার হয়ে নিচে পড়ে থাকে। পরে ফসলি জমিতে কৃষি কাজ করা লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কামরুলের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন। তার সাথে কোন লোকজন না থাকায় দুই ঘন্টা পর মদন হাসপাতালে তার মৃত্যু হয়।
মদন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান জানান, দূর্ঘটনায় কামরুল নামের এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


 
 
 
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
It’s easy to get carried away with online casinos – responsible gaming is key! Seeing platforms like boss jili prioritize quick verification is a good sign. Exploring options & setting limits beforehand is smart – especially with so many slot games available!