জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত

সংঘাতপূর্ণ রাজনীতির জনদূর্ভোগ বন্ধকরণ, অবাধ সুষ্ঠু নির্বাচন,দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে,সকল প্রকার বৈষম্য নিরসন এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনা দেশ পরিচালনার আহবান জানিয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন-ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকাল সাড়ে তিনটায় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহের কর্মী ও সংগঠকবৃন্দ।

সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ শাখার সভাপতি স্বাধীন চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অহনা নাসরিন।
সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক এ কে আজাদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ এবং কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী কাজল, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী, উদীচী ময়মনসিংহ জেলা সংসদের সহসভাপতি আতাউর রহমান, শিক্ষক নেতা খন্দকার সুলতান আহমদ,কবি আলম মাহবুব,সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক অহিদ রহমান, মানবাধিকার ব্যক্তিত্ব কবি আলী ইউসুফ, নারী উদ্যোক্তা সৈয়দা সেলিমা আজাদ ,কবি তপন বর্মন,নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের নেতা মোঃ আব্দুস সহিদ, ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি বাহা উদ্দিন শুভ,নেত্রকোনা জেলার নারী উদ্যোক্তা মনি সরকার প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। পথচারী এবং উপস্থিত নাগরিকবৃন্দের মাঝে বিদ্যমান বাংলাদেশের পরিস্থিতির আলোকে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত প্রচারপত্র বিলি করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *