অন্যান্যজাতীয়

শহীদ সাংবাদিক তুহিনের সন্তানের দায়িত্ব নিল বিএমএসএফ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই শিশুসন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। একই সঙ্গে সংগঠনটি বিনা খরচে তুহিন হত্যা মামলাটি পরিচালনা ও আগামী ৯০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্নের দাবি জানিয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী গাজীপুর ও ময়মনসিংহে বিভিন্ন পথসভা শেষে বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে শহীদ তুহিনের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের পর এ ঘোষণা দেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি আরও বলেন, সাংবাদিক হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনাস্থলকে “শহীদ সাংবাদিক তুহিন চত্বর” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ারও দাবি জানান।

দিনব্যাপী কর্মসূচিতে শত শত সাংবাদিক ও স্থানীয় মানুষ অংশ নেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ তুহিনের পরিবারকে সান্ত্বনা দেন এবং মিলাদ ও তবারক বিতরণ করেন।

বিএমএসএফ নেতাদের ভাষায়, “সত্য ও সাহসের লড়াইয়ে শহীদ তুহিনের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”