নান্দাইলে কৃষকদের মাঝে বিনামূলে বারি সরিষা বীজ বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ময়মনসিংহ সরেজমিন গবেষণা বিভাগ বারি’র আয়োজনে উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বারি সরিষা-১৪ বীজ বিতরণ করা হয়। মঙ্গলবার (৭ নভেম্বর) ময়মনসিংহ জেলা অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এর ডিএই কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

উক্ত বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন পূর্বক নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষিখাতে বর্তমান সরকারের উন্নয়নের সফলতা নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভ‚ইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল প্রমুখ।

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প বারি’র অর্থায়নে উক্ত বিতরণ কার্যক্রমে- একটি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে বারি সরিষা-১৪ বিতরণ করা হয়। এসময় উপকারভোগীরা সহ জনপ্রতিনিধি, রাজনৈতিকনেতৃবৃন্দ ও মিডির্য়াকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *