জাতীয়রাজনীতি

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা অপরিহার্য  -মাওলানা লোকমান আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট- ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী,সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও পূর্ণ অধিকার ভোগের নিশ্চয়তা দেবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্দোগে চন্ডীপুলস্হ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে ও নায়েবে আমীর এডভোকেট নাজমুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় তিনি বলেন,জামায়াতে ইসলামী সবসময় জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সংগ্রাম করেছে। শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও সেবাসহ মানুষের প্রতিটি চাহিদা পূরণে আমরা অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা অপরিহার্য।

তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিকল্প নেই।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী,মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মামুন খান, জামায়াত নেতা হাফিজ মোজাম্মিল আলী,মাওলানা লুৎফুর রহমান, আব্দুল মোহিত, আপ্তাবুল ইসলাম জবর।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা যুগ্ম সম্পাদক শৈলেন কর, মোগলাবাজার থানা সভাপতি মনমোহন দেব নাথ,দক্ষিণ সুরমা থানা সভাপতি দিপংকর দাস,
সাধারণ সম্পাদক নিখিল মালাকার,মোগলাবাজার থানা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, মহানগর শাখার তথ্য ও গবেষণা সম্পাদক নন্দন কুমার পাল।

প্রেস বিজ্ঞপ্তি