স্কপের অবরোধ কর্মসূচিতে এনডিএফ’র সংহতি প্রকাশ
সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রচেষ্টার প্রতিবাদে আগামীকাল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ ) এর চট্টগ্রাম বন্দরের ৩টি প্রবেশমুখে অবরোধ কর্মসূচিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) চট্টগ্রাম জেলা কমিটি সংহতি প্রকাশ করেছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটর কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ৩৩ ( গ্রেস পিরিয়ড সহ ৪৮ বছর) বছরের জন্য ইজারা দেওয়ার অপচেষ্টা বন্ধ এবং লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল ২৬ শে নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর্মুখী সড়ক অবরোধ ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল দশটায় বিক্ষোভ সমাবেশ সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সভা সমাবেশের কর্মসূচিতে সংহতি জানিয়ে এবং কর্মসূচি সফল করতে শ্রমিক-কৃষক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এনডিএফ)চট্টগ্রাম জেলা। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার আহ্বায়ক এয়ার মোহাম্মদ, যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ এমরান হোসেন, আব্দুল রাজ্জাক এক যৌথ বিবৃতিতে বলেন, বন্দরের দক্ষতা ও উন্নয়ন বাড়াতে গ্লোবাল অপারেটর নিয়োগের নামে বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া ও লালদিয়ার চর ডেনমার্কের এপিএম টার্মিনালসের কাছে ইজারা দেওয়া, সেন্টমার্টিনে মানবিক করিডরের নামে মার্কিন ঘাঁটি স্থাপন এগুলো সব সাম্রাজ্যবাদী পরিকল্পনা। আর সাম্রাজ্যবাদীদের বিশ্বস্ত দালাল ডঃ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়নের কথা বলে সাম্রাজ্যবাদীদের পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশকে আন্ত:সাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করার অপতৎপরতা করছে।নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদ ও তার দালালদের সকল অপতৎপরতার বিরুদ্ধে শ্রমিক-কৃষক ও মেহনতি জনগনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করার আহ্বান জানান।
(প্রেস বিজ্ঞপ্তি)

