অন্যান্যজাতীয়

স্টারলাইট কারখানা ইউনিয়নের সভাপতিকে বরখাস্তের ঘটনায় ওএসকে ফেডারেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শ্রমিকদের পক্ষে দাবিনামা উত্থাপন করায় ভোগড়ায় অবস্থিত স্টারলাইট সোয়েটার্স শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রুবেল মিয়াকে অন্যায়ভাবে কারখানা থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন উদ্দেশ্যমূলক বহিস্কারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইনলঙ্ঘনকারী কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, লাবীব গ্রুপের প্রতিষ্ঠান স্টারলাইট সোয়েটার্স লি: কারখানায় বিভিন্ন অনিয়ম ও শ্রম আইন লঙ্ঘনের প্রেক্ষিতে স্টারলাইট সোয়েটার্স শ্রমিক-কর্মচারী ইউনিয়ন গত ৩১ জুলাই ১০ দফা দাবিনামা উত্থাপন করে। কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাবিনামা উত্থাপনের পর উল্লেখিত দাবির প্রেক্ষিতে কোন উদ্যোগ না নেয়ায় গত ১ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয়  শ্রম পরিচালককে  প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য আবেদন জানানো হয়। কারখানা বা শ্রম দপ্তর শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কোন ব্যবস্থা গ্রহণ না করে বরং  ইউনিয়নের নেতৃবৃন্দসহ শ্রমিকদের উপর বিভিন্নরকম নির্যাতন চালাতে থাকে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২৩ ধারায় মিথ্যা অভিযোগ এনে একের পর এক শোকজ করা হয়। এরকমভাবে গত ২৩ অক্টোবর কারখানা ইউনিয়নের সভাপতি রুবেল মিয়াকে ২৩ ধারায় মিথ্যা অভিযোগে শোকজ করা হয়। রুবেল মিয়া শোকজের যথাযথ জবাব দেয়ার পরও পরিকল্পিতভাবে তাকে চাকুরিচ্যুত করা হয়। অথচ প্রচলিত  শ্রম আইনে  ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিকে চাকুরিচ্যুত করার ক্ষেত্রে বিভিন্ন বিধি-নিষেধ রয়েছে।

নেতৃদয় আরও বলেন,  শ্রমিক-কর্মচারীগণের স্বার্থে দাবিনামা তুলে ধরা একটি রেজিস্ট্রার্ড  ট্রেড ইউনিয়নের অন্যতম কাজ। অথচ কারখানা কর্তৃপক্ষ এই ট্রেড ইউনিয়নের কার্যক্রমে বাধা দেয়া ও ট্রেড ইউনিয়ন অধিকার সংকুচিত করার লক্ষ্যে ইউনিয়নের সভাপতিকে চাকুরিচ্যুত করেছে। সাম্প্রতিক সময়ে দেশি-বিদেশি বিভিন্ন মহল থেকে ট্রেড ইউনিয়ন অধিকারের প্রেক্ষিতে বিভিন্ন মহল সোচ্চার হলেও স্টারলাইট কারখানার স্বৈরতান্ত্রিক আচরণ ও অসদশ্রম আচরণ গোটা পোশাক শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। নেতৃদ্বয় এই অন্যায় বহিস্কারাদেশের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শ্রম সংশ্লিষ্ট দেশি-বিদেশি সকল মহলকে সোচ্চার হওয়ার আহবান জানান। একই সাথে সকল শিল্পাঞ্চলে এর বিরুদ্ধে প্রতিবাদ সভা, সমাবেশের আহবান জানান।