হালুয়াঘাটের বিএনপির নেতা আজিজ খানের প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল এর সহ সভাপতি, আব্দুল আজিজ খান-এর প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ময়মনসিংহে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ,ময়মনসিংহ মহানগর বিএনপি আহবায়ক, অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক জাকির হোসেন বাবলু,যুগ্ম-আহবায়ক আলমগীর মাহমুদ আলম,সদস্য সচিব রোকনুজ্জামান সরকার,ময়মনসিংহ মহানগর বিএনপি যুগ্ম-আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।আরও বক্তব্য রাখেন,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু,ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক জি এম আজহারুল ইসলাম কাজল, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম বাবুল,সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক সিদ্দিকুর রহমান, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক,পৌর বিএনপির আহবায়ক আহ্বায়ক আনিছুর রহমান আনিস,হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ সাকেরউল্লাহ,উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামছু,উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব,উত্তর জেলা জাসাসের সভাপতি শফিকুল ইসলাম,উত্তর জেলা ছাত্র দলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু,উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল,ছাত্র দলের সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা,তাতীদলের সদস্য সচিব আজিজুল হক প্রমুখ।
উক্ত আনুষ্ঠানে সভাপতিত্বে করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক শামীম আহসান।