হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস-মুরগি ও খাবার বিতরণ
মোঃ বাবুল হোসেন : হালুয়াঘাটে ১৭ ফেব্রুয়ারী সকালে অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের মাঝে হাঁস মুরগি ও খাবার বিতরণ করা হয়। হালুয়াঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে এগুলি বিতরণ করা হয় । উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সসদ্য মাহমুদুল হক সায়েম । বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, অফিসার ইনচার্জ মাহবুবুল হক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ভদ্র ম্রং, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিনসহ অনেকে।
প্রধান অতিথি বলেন,সরকার আমাকে পার্বত্য চট্রগাম বিষয়ক সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত করেছেন। এখন আপনাদের নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। আগে কি পেয়েছেন সেটা বড় কথা না এখন থেকে আপনারা (ক্ষুদ্র নৃগোষ্ঠী) সকল সুবিধা সমহারে পাবেন। কারণ আমি আপনাদের নির্বাচিত এমপি। আপনাদের যে কোন সমস্যার কথা সরাসরি আমাকে জানাবেন আমি সাধ্যমত সমাধানের চেষ্টা করবো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইফস্টক অফিসার তারেক আহমদ। এবারে ১৬৬জনকে বিশটি করে উন্নত জাতের মুরগী ও নয় কেজি করে পোল্ট্রি খাবার এবং ৭০জনকে ১২০ কেজি গো খাদ্য বিতরণ করা হয়
Hey! I know this iis somewhat off topic but I waas wondering which bpog platform are you using
for this website? I’m getting fed up of WordPress because
I’ve had issues with hackers and I’m loooking at options
for another platform. I would be awesome if you cluld point me in the direction of a good platform. https://bookofdead34.Wordpress.com
No matter if ssome one searches for his essenial thing, so he/she desires to be available that in detail, so that thing iss
maintained over here. https://Jobs.sharedservicesforum.in/employers/tonybet/