হালুয়াঘাটে বিএনপি নেতা রুবেলের ফ্রি চক্ষু ক্যাম্প
 মোঃ বাবুল হোসেন: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রতি বছরের ন্যায়  উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়। ৩০শে নভেম্বর হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পে এবার কয়েকজন বিদেশী অতিথি উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন  ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য  আলহাজ্ব সালমান ওমর রুবেল। । উল্লেখ্য যে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার চক্ষু রোগীদের সানি অপারেশনসহ বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  সকাল ৯টা থেকে রোগী দেখা শুরু করেন ময়মনসিংহ বিএনএসবির একটি চিকিৎসক দল। বিএনএসবির আমন্ত্রণে আসা বিদেশী অতিথিদেরকে শুভেচ্ছা জানিয়ে মঞ্চে নিয়ে এসে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান সালমান ওমর রুবেল। এ সময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

