হালুয়াঘাট আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ বাবুল হোসেন গত ২০শে জানুয়ারী সকালে হালুয়াঘাট আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপী বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর চন্দ্র সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের আমন্ত্রিত অতিথি বৃন্দ সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রধান শিক্ষকসহ অন্যান্যরা। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৮ রকমের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

