অন্যান্যঅর্থনীতিজাতীয়

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রসের মিষ্টিকে জরিমানা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: পঁচা বাসি মিস্টি ও মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি করার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে রসের মিষ্টি নামক একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান।

তিনি জানান, শনিবার দুপুরে ত্রিশাল পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দখল করে কাঁচা বাজার স্থাপন করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ত্রিশাল থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা কালে পৌরসভার নির্ধারিত ভিন্ন একটি স্থানে বাজার বসানোর জায়গা দেয়া হয়।

পরে পৌর শহরের রসের মিষ্টি নামক কনফেকশনারীতে পঁচা বাসি মিস্টি ও মেয়াদোত্তীর্ণ কেক পাওয়া যাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান।