গফরগাঁও সরকারি কলেজে ২২ বছর পর ছাত্রদলের কাউন্সিল
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে দীর্ঘ ২২ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে গফরগাঁও সরকারি কলেজ মিলনায়তনে ভোটের মাধ্যমে এই কাউন্সিল শুরু হয়।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কাউন্সিলে শিক্ষার্থীদের ভোটের নির্বাচিত সভাপতি পদে মোঃ ফাহিম মিয়া ২১০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মুহিদুল ইসলাম মাহিদ ২১১ ভোট পেয়ে বিজয়ী হন।শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পায়, যা দীর্ঘদিন পর কলেজ ছাত্ররাজনীতিতে গণতান্ত্রিক চর্চার উদাহরণ তৈরি করে।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জাককানবি ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন। প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ আল-আমিন।
কাউন্সিলর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলার টিম প্রধান মোঃ শাকির আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিসালাত হোসেন সজিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি মোঃ আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন।
নেতৃবৃন্দরা বলেন, “নবনির্বাচিত নেতৃত্ব ছাত্রদলকে আরও সংগঠিত, গতিশীল ও ছাত্রবান্ধব করবে। দীর্ঘ ২২ বছর পর এই কাউন্সিল গফরগাঁও কলেজে ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করল।”
গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোক্তার হোসেন বলেন, গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এই সম্মেলন শুধু একটি সংগঠনিক কর্মসূচি নয়, বরং এটি ছিল ছাত্র রাজনীতিতে গণতন্ত্র চর্চার এক অনন্য উদাহরণ।