বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ময়মনসিংহ বিভাগে ২০২৩-২০২৪ সালের শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে পুরস্কৃত হয়েছে নেত্রকোনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। আজ ১১ই জুলাই, ২০২৫ তারিখে ময়মনসিংহে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পুলিশ কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মফিদুল ইসলাম। বিভাগীয় পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী নেত্রকোনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কেন্দ্রের এমও ক্লিনিক ডাঃ পাপিয়া মজুমদার। পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ময়মনসিংহ এর বিভাগীয় পরিচালক জনাব মোঃ মতিউর রহমান এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণের পর ডাঃ পাপিয়া মজুমদার তার বক্তব্যে এই কৃতিত্বের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।”
নেত্রকোনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এই সাফল্যে ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্যখাতে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।