জাতীয়বিজ্ঞান ও প্রযুক্তি

কিশোরগঞ্জ জেলা পরিষদের  ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেম  ওয়েবসাইটের উদ্বোধন

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা পরিষদ পেল এক নতুন মাত্রা সংযোজন হয়েছে। বৃহস্পতিবার   (১৮ সেপ্টেম্বর ২০২৫খ্রি.)  কিশোরগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেম সংক্রান্ত ওয়েবসাইটের শুভ উদ্বোধন করা হয়েছে।

ঢাকা বিভাগের  বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন বুকিং সিস্টেম সংক্রান্ত ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন।

এই আয়োজনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক,  ফৌজিয়া খান (যুগ্মসচিব)। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরী। এসময় এডিসি জেনারেল মিজাবে রহমত,  জেলা  পরিষদের নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমনসহ জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই নতুন ডিজিটাল সেবার মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে বুকিংয়ের সুবিধা পাবে বলে জানা গেছে।