কৃষি ও শিল্পজাতীয়

কিশোরগঞ্জে পুনাক কার্যালয়ের সংস্কারকৃত ভবন, কারখানা ও বিক্রয়কেন্দ্রের  উদ্বোধন করেছেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী  আফরোজা হেলেন কিশোরগঞ্জ জেলা পুনাক কার্যালয়ের সংস্কারকৃত ভবন, কারখানা ও বিক্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুনাকের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ হাছান চৌধুরী বিপিএম , জেলা পুনাক সভানেত্রী কিশোরগঞ্জ পুনাক সভানেত্রী ডা. তানজিলা করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে তিনি পুনাক কারখানা পরিদর্শন করেন এবং সেখানে একটি ইলেকট্রিক সেলাই মেশিন উদ্বোধন করেন। পরে হস্তশিল্পে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
কিশোরগঞ্জ পুনাকের পক্ষ থেকে সভানেত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তিনি কিশোরগঞ্জের ঐতিহ্য ও বিখ্যাত স্থানসমূহ নিয়ে প্রকাশিত “প্রকৃতি-ঐতিহ্যের কিশোরগঞ্জ” নামক পুস্তিকার মোড়ক উন্মোচন করেন এবং পুনাক কার্যালয় প্রাঙ্গণে একটি কাটিমন আমগাছ রোপণ করেন, যা পরিবেশ সংরক্ষণে পুনাকের অঙ্গীকারকে নতুনভাবে তুলে ধরে।
একই দিনে কেন্দ্রীয় পুনাকের উদ্যোগে কিশোরগঞ্জ জেলার তাড়াইল পাইলট স্কুলে সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণের জন্য বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা এবং ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভানেত্রী আফরোজা হেলেনের নির্দেশনায় পুনাক স্বাস্থ্য সম্পাদিকা ডা. আফরোজা বেগম এই কার্যক্রম পরিচালনা করেন। এতে অংশ নেন ঢাকার খ্যাতনামা চিকিৎসকগণ। চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহীন রেজা ও ডা. তুষার কুমার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. অরূপ, ডা. মোঃ সাজ্জাদ, ডা. মোঃ ফখরুল হাসান ও ডা. সাদিকা আশরাফি, গাইনি বিশেষজ্ঞ ডা. ফারহানুল জান্নাত, দন্ত বিশেষজ্ঞ ডা. নাফিউর রহমান পূণ্য ও ডা. মোঃ আজাদ এবং শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ দেলোয়ার হোসেন। স্থানীয় চিকিৎসকরাও তাঁদের সহযোগিতা করেন।
এই কার্যক্রমের মাধ্যমে ৮১৮ জন অসহায় নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। এসময় ডা. আফরোজা বেগম বিশেষ করে নারীদের জন্য স্বাস্থ্য ও চক্ষু-সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করেন। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার, কেন্দ্রীয় পুনাকের নেতৃবৃন্দ, জেলা পুনাক সভানেত্রী, স্থানীয় পুনাক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে পুনাক সভানেত্রী  আফরোজা হেলেন সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কিশোরগঞ্জ পুনাক পরিদর্শন সমাপ্ত করেন।