জামায়াতের বিরুদ্ধে মামলা দায়ের: ফুলবাড়িয়ায় একাংশের মানববন্ধন
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলবাড়িয়া উপজেলা শাখায় মনোনয়ন ইস্যু ঘিরে উত্তেজনা বিরাজ করছে। মনোনয়ন নিয়ে ভিন্নমত প্রকাশ করায় সংগঠনের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৪ অক্টোবর ক্ষুব্ধ নেতাকর্মীরা মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন।
জানা যায়, গত কয়েকদিন আগে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়ন বিষয়ে পূর্ণ বিবেচনার দাবিতে অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে একটি মিছিল হয়। ওই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধেই পরবর্তীতে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ মানববন্ধনকারীদের।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া শাখার সেক্রেটারি ডা. আ. রাজ্জাক রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করেছেন।
সাবেক ছাত্রশিবির সভাপতি জাকির হোসেন মঞ্জু বলেন,“এই মামলা কোনো ব্যক্তিগত বিষয় নয়; এটি ন্যায় ও সংগঠনের নীতির পক্ষে অবস্থান নেওয়ার ফল। অধ্যাপক জসিম উদ্দিন শুধু ফুলবাড়িয়ায় নয়, পুরো ময়মনসিংহ জেলায় জামায়াতকে সংগঠিত করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে জেলা সভাপতি ছিলেন। দীর্ঘ ১৮ বছর ময়মনসিংহ জামায়াতের সেক্রেটারি ও আমীরের দায়িত্ব পালন করেছেন।”
তিনি আরও বলেন, “জসিম স্যার একজন ত্যাগী, নির্যাতিত ও নীতিবান নেতা। বারবার নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি চাকরিটাও হারিয়েছেন। আমরা শুধু ন্যায়ের পক্ষে কথা বলেছি—এই কারণেই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মোফাজ্জল হক, তারা বরুকা, ডা. মাহতাব উদ্দিন রোকন, টুটি জানান এবং রাধাকানাই ইউনিয়নের ইউনুছ আলী। তারা বলেন, মামলা ও হুমকি-ধামকিতে ভয় না পেয়ে ন্যায়ের পথে দৃঢ়ভাবে থাকবেন তারা।
বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও অধ্যাপক জসিম উদ্দিনের প্রতি অন্যায় আচরণের অবসান দাবি করেন।