জাতীয়

গফরগাঁওয়ে আফাজ ম্যানশনে অগ্নিকাণ্ড, কম্পিউটার দোকান পুড়ে ছাই

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ‘আনিছ মিডিয়া’ নামে একটি কম্পিউটার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গত রোববার রাতে পৌরশহরের জামতলা মোড়ে আফাজ ম্যানসন মার্কেটে নিচতলা দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে মার্কেটের ‘আনিছ মিডিয়া’ দোকান থেকে প্রথমে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ধোঁয়ায় মার্কেট ও উপরের ফ্ল্যাটগুলো আচ্ছন্ন হয়ে পড়ে। সে আগুন পাশের যমুনা শো-রুমসহ অন্যান্য দোকান গুলোতে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আধ ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলার বাসভবন থেকে বাসিন্দাদের সরিয়ে ছাদের উপর নিয়ে গেলে তারা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ।

এদিকে গফরগাঁও বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর মাহমুদ আলম সহ দলের নেতাকর্মীরা। এসময় তিনি পুড়ে যাওয়ার দোকান ঘুরে দেখেন এবং
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সাথে কথা বলেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনিছ উর রহমান জানান, প্রতিদিনের মতো রাত নয়টার দোকান বন্ধ করে চলে যাই। পরে আগুনের খবর পেয়ে দোকানের সামনে আসি। এর আগেই বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায় এবং অন্যান্য মালামাল পানিতে ভিজে ক্ষতিগ্রস্থ হয়। এতে দোকানের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, রাত সাড়ে নয়টার  দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগেই আগুনে ইলেকট্রনিক্স
দোকানটি পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।