নেত্রকোনা শহরে গণশৌচাগারের সংকট ও জনদুর্ভোগ চরমে
জরুরি প্রয়োজনে শৌচাগার খুঁজে না পেয়ে তাদের অবর্ণনীয় পরিস্থিতিতে পড়তে হয়, যা একটি আধুনিক শহরের পরিবেশের সাথে বেমানান।
নেত্রকোনা জেলা শহরে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ নানা দাপ্তরিক, ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে নেত্রকোনা সদরে আসেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, শহরে আসা এই বিশাল সংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত ও মানসম্মত গণশৌচাগারের (পাবলিক টয়লেট) ব্যবস্থা নেই। এর ফলে শহরে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা চরম ভোগান্তির শিকার হন। জরুরি প্রয়োজনে শৌচাগার খুঁজে না পেয়ে তাদের অবর্ণনীয় পরিস্থিতিতে পড়তে হয়, যা একটি আধুনিক শহরের পরিবেশের সাথে বেমানান। নেত্রকোনা পৌরসভার এমন অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে (যেমন—বাজার, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, আদালত চত্বর এবং জনসমাগম হয় এমন মোড়) যেখানে আধুনিক ও স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নির্মাণ করা সম্ভব। পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য এগুলো বেসরকারি ব্যবস্থাপনায় বা নামমাত্র ফি-এর বিনিময়ে (Paid Service) পরিচালনা করা যেতে পারে। জনদুর্ভোগ লাঘবে এবং শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে, নেত্রকোনা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবিলম্বে কয়েকটি আধুনিক গণশৌচাগার স্থাপনের জন্য আমরা পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
হাফিজ উল্লাহ চৌধুরী আলিম

